হারুনুর রশিদ, নরসিংদী থেকে : নরসিংদীর বেলাব উপজেলায় নারায়ণপু ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।
রবিবার (৭জুন) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নারায়ণপুর গ্রামের নির্জন জমিতে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর (কুকুর মারা) কাজী ফিলিং স্টেশনের বিপরীতে মহাসড়ক হতে ১০০০ গজ বিতরে একটি আবাদি সবজি জমি থেকে লাশ উদ্ধার করে বেলাব থানা পুলিশ ।
স্থানীয় লোকজন বলেন, জায়গাটি অবসতি এলাকা ও মহাসড়ক থেকে ভিতরে নির্জন এলাকা হওয়ায় রাতের বেলা কেউ চলাফেরা করে না। সকালে ঘুম থেকে উঠে স্থানীয় জমিতে কাজ করতে গেলে জমিতে ঝুলন্ত লাশ দেখতে পায়।
একটি কাকরল ক্ষেতের লাইলে লাগানো গুছি গাছে পাট গাছ দিয়ে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পা মাটিতে লাগানো এবং পায়ের নিচে কাটা অংশ দিয়ে রক্তে মাটি ভিজে আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলাব থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।