আপডেট: জুন ৫, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ফাউন্ডেশন ” বিশ্ব পরিবেশ দিবস সফল হোক ” এই স্লোগানে ৫জুন ২০২০ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সবুজ আন্দোলন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক এম মিজানুর রহমান (পিএইচডি ফেলো)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেন। অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক রিমি সরদার,
যোগাযোগ বিষয়ক সম্পাদক অন্তর রহমান,কার্যনির্বাহী পরিষদের সদস্য জামিল আহমেদ, ছাত্রফ্রন্টের সদস্য সচিব নজিবুল ইসলাম সহ প্রমুখ
সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সভায় মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করাহ।