২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার ভেড়ামারায় ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের বনায়ন আল্লার দর্গার সার্বিক সহযোগিতায় ও আলোর শক্তি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবকদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের পাটুয়াকান্দি এলাকায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। অন্যান্যের মধ্যে ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল ইসলাম লালু, বিএটিবির এরিয়া ম্যানেজার আসাদুল হক রিপন, অ্যাসিস্ট্যান্ট লীপ অফিসার চন্দ্রশেখর ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট লীপ অফিসার নাজমুল হোসেন, আলোর শক্তি ব্লাড ডোনার ফোরাম এর সভাপতি ইশতিয়াক মাহমুদ মুন্না, সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম, সহসভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে সময় উপস্থিত ছিলেন।

বিএটিবির ম্যানেজার আসাদুল হক রিপন বলেন, এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এবছর ৫ লক্ষ ফলদ, বনজ ওষুধী গাছের চারা বিতরণ ও রোপন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network