২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ফুলবাড়ী প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত

আপডেট: জুন ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের যৌথসভা সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে গতকাল বুধবার সকাল ১১ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাবের বিদায়ী ও পুননির্বাচিত সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে আয়োজিত যৌথসভায় ক্লাবের আয়-ব্যয়ের বিবরণী পাঠ করেন বিদায়ী ও পুননির্বাচিত কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত এবং সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন বিদায়ী ও পুননির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।

এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি প্রতিনিধি হারুন উর রশিদ, সহ-সভাপতি দৈনিক দেশ মা’র উপ-সম্পাদক প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মুভি বাংলা টিভি প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি দৈনিক বিজনেস বাংলাদেশ মতিউর রহমান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি হারুন উর রশিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশারফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক কালজয়ী প্রতিনিধি আফরোজ জাহান সেতু, প্রকাশনা সম্পাদক দৈনিক দেশবার্তা প্রতিনিধি সোলাইমান হোসেন, পাঠাগার সম্পাদক দৈনিক নিশান প্রতিনিধি রাসেল পারভেজ, কার্যনির্বাহী সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক বর্তমান প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক মাহামুদুল হাসান রুবেল প্রমুখ।
গভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের কাছে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network