১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

উল্লাপাড়ায় দুই ছিনতাইকারীসহ একটি মাইক্রো উদ্ধার

আপডেট: জুন ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার বেলা ১০টার দিকে ঢাকা থেকে ছিনতাই হওয়া একটি হাইচ মাইক্রো (ঢাক মেট্রো-চ- ৫১-০১৬২) উদ্ধার করেছে। এসময় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এরা হলেন, নওগাঁর হাসান আলী (৩৫) ও বগুড়ার আব্দুস সালাম (৩২)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘ এলাকা থেকে মাইক্রোটি উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গতকাল রাতে ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলী এই মাইক্রোটি ছিনতাই করে। পরে মাইক্রো মালিক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। মঙ্গলবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ছিনতাইকারীসহ মাইক্রোটি উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। পুলিশ এদেরকে আটকের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। উদ্ধার করা হাইচ মাইক্রোটি এই প্রতিবেদন লেখার সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং এর মালিককে উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network