আমিনুল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের ঢাকা ফেরত খাজা নাজিমউদ্দীন(৭৪) নামে ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলা প্রশাসন দাফনের ব্যবস্থা করেন।
এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামের লোকজন জানতে পেরেও এবং আত্মীয় স্বজন কেউ কাছে আসেনি। ভূঞাপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যকর্মী, ইসলামী ফাউন্ডেশন মিলে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেন।