১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলের নাগরপুরের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

আজিজুল হক বাবু,নাগরপুর (টাঙ্গাইল) থেকে:  টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূূূমি) তারিন মসরুর  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩১ মে রবিবার রাত সাড়ে নয়টায় তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর পাাওয়া যায়।

নাগরপুর উপজেলার সকলকে রক্ষা করতে গিয়ে আজ নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) করোনাযোদ্ধা তারিন মসরুর নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন । আজ রবিবার রাত ৯ঃ৩০মি পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মোঃরোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই ৮ই মার্চ থেকে নিরলসভাবে করোনা থেকে নাগরপুরের সর্বসাধারণকে রক্ষা করার জন্য অবিরাম ছুটে চলেছেন উপজেলার পথে প্রান্তরে মাঠে ঘাটে। মানুষকে সচেতন করে সাহস যুগিয়েছেন। ত্রাণ নিয়ে ছুটে গিয়েছেন অনাহারী মানুষগুলোর বাড়ি বাড়ি। সামাজিক দুরত্ব, হোম কোয়ারেন্টাইন ও লকডাউন নিশ্চিতকরণ, বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনায় নিজেই উপস্থিত থেকে করেছেন সতর্ক অথবা জরিমানা। নিজের বা পরিবারের কথা না ভেবে রোজা রেখে ভোর থেকে শুরু করে দিনব্যাপী নাগরপুরের সর্বসাধারণের কল্যাণের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। সেই মহান মানুষটি নিজেই আক্রান্ত হয়েছেন করোনা নামক মহামারী ভাইরাসে। একই দিনে এসিল্যান্ড ও পুলিশ সদস্য আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় নাগরপুরের মানুষের মাঝে  আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে নাগরপুরের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর তার দায়িত্ব পালন করতে গিয়ে গত ২২ মে তার শরীরে জ্বর অনুভব করলে তখন থেকে তার বাসায় আইসোলেশনে রয়েছেন। রবিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক সার্বক্ষনিক খোজ খবর নিচ্ছেন। তিনি এসিল্যান্ডের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন। সর্বশেষ পাওয়া  রিপোর্ট অনুযায়ী নাগরপুরে ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network