২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

শোক সংবাদ-জয় গোবিন্দ প্রসাদ গুপ্ত

আপডেট: মে ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সদস্য ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর ফুলবাড়ী প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দার জ্যেষ্ঠভ্রাতা জয় গোবিন্দ প্রসাদ গুপ্ত (৭৩) আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে ফুলবাড়ী পৌরসভার বাজারস্থ নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন (দিব্যান লোকান স গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকেল তিনটায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দার জ্যেষ্ঠভ্রাতা জয় গোবিন্দ প্রসাদ গুপ্ত’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক গণশিক্ষা মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি’র সভাপতি মো. আবুল বাসার, সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, উপজেলা সিপিবি’র সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, উপজেলা শাখা বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সিনিয়র সহ-সভাপতি মো. হারুন উর রশিদ, সহ-সভাপতি প্রভাষক মো. আজিজুল হক সরকার, সহ-সভাপতি মো. মতিউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সহ-সম্পাদক হারুন উর রশিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভূট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক মো. আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আল আমিন, প্রকাশনা সম্পাদক মো. সোলাইমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাইয়ুম, রাজু কুমার গুপ্ত, আশরাফ পারভেজ, কমল চন্দ্র রায় ও আল মামুন চৌধুরী।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network