১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ডাঃ জাফরুল্লাহ করোনায় আক্রান্ত

আপডেট: মে ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষার পর এবার সরকার থেকে নির্ধারিত প্রতিষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পরীক্ষা হয়েছে; এই ফলাফলেও তার শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ, স্থিতিশীল আছেন। এন্টিজেন, এন্টিবডি টেস্টের পর বুধবার তার আরটি-পিসিআর টেস্টের ফলাফলও পজেটিভ এসেছে।

ফেসবুকে পোস্টে গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন। তিনি দেশবাসীকে ভীত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং উনার জন্য জন্য দোয়া করতে বলেছেন।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং রোগমুক্তি কামনা করেছেন বলে ডা. চৌধুরী জানিয়েছেন। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নিয়েছেন।

এর আগে গত সোমাবার ঈদের দিন ডা. জাফরুল্লাহ চৌধুরীর নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

ওইদিন তিনি সমকালকে বলেন, ‘রোববার ইফতারের আগে বাইরে গিয়েছিলাম। তখন একটু জ্বর জ্বর লাগে এবং কাশি হয়। ডাক্তাররা বলেন আমার পরীক্ষা করা দরকার। পরে নমুনা দিয়ে সন্ধ্যায় জানতে পারি আমার পজিটিভ।’ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার নমুনা পরীক্ষা হয় বলে জানান তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network