১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুড়ি দিয়ে ছোট শিশুরা  ঈদ উপভোগ করছে  

আপডেট: মে ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল  : শিশুদের আকাশে ঘুড়ি ওড়ানোর খেলায়, একালের শিশুরাও মেতে উঠেছে। শিশুদের সঙ্গে বিভিন্ন বয়সীরাও সামিল হয়েছেন এ খেলায়। করোনাকালের একঘেয়েমি বন্দি সময় কাটাতে আর অন্য রকম ঈদ পালনে খেলাটি উপভোগ্য করে তুলতে তাই আয়োজন করা হয়েছিল ঘুড়ি সাপা ঢোল বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানোর উৎসব। তবে শিশুরা বলছে আমরা ঈদের উৎসব ঘুড়ি দিয়েই উপভোগ করছি এটাই আমাদের ঈদের আনন্দ। আর বড়রা বলছে শিশুদের খেলায় আমাদের সেই অতীত গুলো মনে পড়ে যাচ্ছে। তবে শিশুরা ঘুড়ি উড়াচ্ছে আমরাও তা দেখে অনেকটাই আনন্দ উপভোগ করে যাচ্ছি আসলে এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তবে তাদের দেখেও মনে চায় ঘুড়ি বানিয়ে উড়িয়ে দেই চার দেওয়ালে বন্দী থাকা মানুষগুলো ঘুড়ির মতো উড়তে চায় কিছু মানুষ বলছেন করোনার জন্যই আমাদের ঘর বন্দী থাকতে হচ্ছে তবে একদিন আমরা করোনা কে দূরে সরিয়ে আমরা আবার ঘুড়ির মতো উড়তে চাই সেই জয় আমরা করব করবই ইনশাআল্লাহ একদিন এইসব করোনা কেটে যাবে

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network