আপডেট: মে ২৭, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ৬ ঘন্টা প্রবল বৃষ্টিতে উল্লাপাড়ার পাকা ধান প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। ২০ হেক্টর জমির পাট ডুবে গেছে এবং সবজি ডুবেছে ৩০ হেক্টর জমির। কৃষেকরা দ্বিগুন শ্রমিক নিয়োগ করে ডুবে যাওয়া মাঠের ধান কাটতে শুরু করেছেন।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, ডুবে যাওয়া ধানগুলো দু’দিনের মধ্যে কাটা সম্ভব হলে ক্ষতির পরিমান অনেক কমে যাবে। তবে পানিতে ডুবে নষ্ট হয়ে যাবে পাট ও সবজি। উল্লাপাড়ার শাহজাহানপুরের ভেদুরিয়া, গোজারিয়া, বোয়ালিয়া, বেতবাড়ি খাল ও বড়হরের সড়াতৈল ধানের মাঠে ডুবে যাওয়া ধানগুলো বুধবার সকাল থেকেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে জানা গেছে।