আপডেট: মে ২৬, ২০২০
আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় করোনায় ১ দিনেই পুলিশ সদস্য সহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এটা নাগরপুরের করোনা আক্রান্ত সর্বোচ্চ রেকর্ড।
২৫ মে সোমবার আইইডিসিআর এ নমুনা পাঠানোর ফলাফলে এ চারজনের পজেটিভ রিপোর্ট প্রকাশ করেছে নাগরপুর প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান। তিনি গণমাধ্যম কর্মীদের আইইডিসিআর এর রিপোর্টের ভিত্তিতে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত পুরুষ ব্যক্তি বাংলাদেশ পুলিশের সদস্য, নাগরপুর থানায় কর্মরত কনষ্টেবল ও একই পরিবারের তিনজন। তারা উপজেলার
মামুদনগর ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের ১ জন পুরুষ (২৬), তার মা (৫০) এবং তার স্ত্রী (২০)।
নাগরপুর প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান বলেন, উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১ দিনে সর্বোচ্চ রেকর্ড ৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের বাড়ির আশেপাশের বাড়ি লক ডাউন করা হয়েছে । এটি নাগরপুরবাসীর জন্য খুব চিন্তার বিষয় । কারণ,এটি কমিউনিটি সংক্রমণের লক্ষণ ।
তিনি সবাইকে আরো বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন।
তিনি আরো বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা নাহলে বিপদ আরো বাড়বে। কারণ করোনা থেকে বাঁচতে সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ১ দিনে ৪ জনের আক্রান্ত হওয়ার খবরে আমরা সবাই খুবই চিন্তিত।
উপজেলার সকলের নিকট আমার অনুরোধ, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের নির্দেশনা মেনে চলুন। অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। তবে যদি জরুরি প্রয়োজন কেউ ঘরের বাইরে যান, তবে অবশ্যই মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। আপনার একটু সচেতনতাই বাঁচাতে পারে দেশকে। পরিবারের প্রিয়জনকে বাঁচাতে, দেশকে বাঁচাতে ঘরে থাকুন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।