২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

“দুহাত তুলে ভগবনের কাছে বলবো এসপি স্যারের হায়াৎ মনের বাসনা ভগবান যেনো পূরন করে।” পৌঢ় মহিলা

আপডেট: মে ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : “করোনার কারণে অনেক দিন থেকে আটকে পড়ে আছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। তারপর এসপি স্যার আমাদের জন্য খাবার পাঠালেন। অনেকদিন থেকে নাতি নাতনির মুখ দেখি নি। আমার কিযে খুশি লাগছে এসপি স্যার আজ আমাদের নিজ বাড়ীয়ে পাঠিয়ে দিচ্ছে। এই দুহাত তুলে ভগবনের কাছে বলবো এসপি স্যারের হায়াৎ মনের বাসনা ভগবান যেনো পূরন করে ভগবান যেন তাকে সব সময় তাকে সুখে রাখে সুস্থ রাখে।” করোনার কারনে আটকেপড়া যাযাবর জীবন যাপনকারি পৌঢ় মহিলা (৩৮)।

নীলফামারীতে চলমান করোনা পরিস্থিতিতে আটকে পড়া যাযাবর জীবন যাপনকারি চারটি পরিবারের ১০জনকে তাদের নিজ বাড়ী পৌছে দিলেন জেলা পুলিশ। করোনা পরিস্থিতির কারনে গোটা দেশ যখন থমকে আছে। সেই সাথে দেশের গনপরিবহন বন্ধ ঘোষনা করে পরিবহন মালিক সমিতি। গন পরিবহন বন্ধ হয়ে যাওয়ার কারনে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ীর কলেজ পাড়া আশ্রয় নেওয়া যাযাবর জীবন যাপন কারি দুই পরিবার আটকা পড়ে যায়। প্রায় দুই মাস ১০ দিন ধরে আটকে পড়ে আছে। এই দুই মাসে তারা অনেক কষ্টে বাশের ঝুড়ি ইত্যাদি বানিয়ে কষ্টে কোনোরকম দিন পার করতেছিল তারা। কিন্তু এই যাযাবর জীবন যাপন কারিদের উপর চোখ পড়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম এর। পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের একটি টিম সেই যাযাবর দিন যাপনকারিদের খোজ খবর নেয় এবং জানতে পারে তাদের কষ্টে জীবন যাপনের কথা। তারপর থেকে পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে গত ২০ই মে রাতে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং তাদের বানানো বাশের তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি ক্রয় করে নেওয়া হয় এবং  তারা যতদিন সেখানে অবস্থান করবে তার দায়িত্ব নেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম জানায়, করোনা কারণে তারা দীর্ঘদিন ধরে নীলফামারীতে আটকা পড়ে ছিল এবং বাশ দিয়ে নানা ধরনের ঝুড়ি তৈরি করে কষ্টে দিন কাটাচ্ছিল বলে জানতে পারি আমি। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। তারপর তাদের কাছে জানতে চাওয়া হয় তারা তাদের নিজ বাড়ী ফিরতে চায় কিনা? তারা নিজ বাড়ী কুষ্টিয়াতে তারা ফিরতে চাইলে তাদের জেলা পুলিশের সহায়তায় আজকে তাদের কুষ্টিয়াতে পাঠানো হয়।
তাদের পাঠানোর সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ডিবি) আফজালুল রহমান, ইন্সপেক্টও (ডিবি) কেএম আজমিরুজ্জামান, সাব-ইন্সপেক্টার (ডিবি) এজানুর রহমান, মোঃ মাহবুবে রাব্বী, সদর উপজেলা উপ-সহাকারি কৃষি অফিসার পার্থ প্রতিম রায় প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network