১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

 

রায়পুরায় মাছ চাষ প্রযুক্তির প্রদর্শনীর চাষিদের মাঝে মাছের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
হারুনুর রশিদ, নরসিংদী থেকে : রায়পুরা উপজেলার  মাছ চাষ প্রযুক্তির প্রদর্শনীর সিআইজি চাষিদের মাঝে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
১১মে (সোমবার) দুপুরে উপজেলায় ২০১৯-২০২০ সালের বরাদ্দকৃত মৎস্য কর্মকর্তা কর্তৃক ন্যাশনাল এগ্রি কালচাট টেকনোলজি প্রোগ্রামের ফেজ (প্রজেক্ট এনএটিপি ২) মৎস্য এর আওতায় সিআইজি ১৭জন চাষের মাঝে ৫ বস্তা করে প্রত্যককে   মাছের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রায়পুরা উপজেলা ২৪ টি ইউনিয়নের মাঝে ১৭ টি ইউনিয়নে এর কার্যক্রম পরিচালনা হয়ে আসছে ২০ জন সদস্য সম্বলিত প্রত্যেকে পর্যায়ক্রমে তা পাবে যা তাদের মাধ্যমে নির্বাচিত একজন  করে পাচ্ছে বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা।
সিআইজি মাছ চাষিদের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণের সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাদেক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক,নরসিংদীর    সিনিয়র   মৎস্য কর্মকর্তা  মোঃ বেলাল হোসেন,  উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা  মোঃ হাবিব ফরহাদ আলম প্রমূখ ।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network