৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

উল্লাপাড়ায় ৪০ মন ভেজাল ঘি জব্দ ॥ এক ব্যবসায়ীকে ৯ মাসের জেল

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাঁতী মহল্লায় রোববার রাত ১০টায় ভ্রাম্যমান আদালত সুজন কুমার ঘোষের ঘি তৈরির কারখানায় অভিযান চালায়।

এসময় ওই কারখানা থেকে প্রায় ৪০ মন ভেজাল ঘি, ৩৬০ কেজি পামওয়েল, ৪৫০ কেজি ডালডা ও কৃত্রিম রং জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় কারখানার মালিক সুজন কুমারকে।

পরে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন ভেজাল ঘি উৎপাদন ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে সুজন কুমারকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শহিদুল হাসান রন্টু এবং পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলী আহমেদ রতন ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, সুজন কুমার ঘোষ রমজানের শুরু থেকে তার বাড়ির কারখানায় ডালডা, পামওয়েল ও রং মিশিয়ে ভেজাল ঘি উৎপাদন করে বগুড়ার বিভিন্ন লাচ্ছা সেমাই কারখানায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তিনি সুজন কুমারের কারখানায় এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য উল্লাপাড়ায় একটি কুচক্রী মহল বেশকিছু দিন ধরে ভেজাল ঘি উৎপাদন করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। মাঝে মধ্যে এমন অভিযান পরিচালন করে জেল ও জরিমানা করা হলেও কিছুদিন পরেই তারা আবার তাদের এই ভেজাল ঘি উৎপাদন পূর্বের ন্যায় শুরু করে বিভিন্ন জায়গায় তা সরবরাহ করে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network