২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

উল্লাপাড়ায় ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : করোনা ভাইরাসের কারণে দিন এনে দিন খাওয়া মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দেখা দিয়েছে খাবার সংকট। সেই দিক বিবেচনা করে রমজান মাস উপলক্ষে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ২ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার সকালে ফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ১ কেজি ডাল এবং ২ কেজি আলু সহ মোট ১০ দিনের খাবার। পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের গ্রামের জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, উপজেলা সহকারী শিক্ষা (ট্যাগ) কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস ছামাদ সরকার, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ইউপি সদস্য আব্দুর রব, ইউনিয়ন আঃলীগের সদস্যবৃন্দ প্রমুখ।

পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়েল আওতায় করোনা ভাইরাস ও মাহে রমজান উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরো ৩ হাজার মানুষকে এই ত্রাণ সহায়তা করা হবে। তিনি আরো জানান, তার ব্যক্তিগত ও বিভিন্ন সহযোগিতায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আর এটা চলমান থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network