আপডেট: মে ১০, ২০২০
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ২শতাধিক অসহায়, কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রি বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসমস্ত ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল মারুফ, আশার কুষ্টিয়ার সিনিয়র ডিসট্রিক্ট ম্যানেজার সেলিম রেজা, রিজিওন ম্যানেজার আনোয়ার হোসেন, ম্যানেজার বাবুল হোসেনসহ আরো অনেকে।