আপডেট: মে ৯, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পাশে সিএনজি স্ট্যান্ড থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলিসহ লিটন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
লিটন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ লিটন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১টি ৯ এমএন, ২টি এমএম বিদেশী পিস্তল , ৬টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।