আপডেট: মে ৭, ২০২০
আপডেট:
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারার কৃতী সন্তান বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন মহাসচিব ও হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা অসহায়, মধ্যবিত্ত, ছিন্নমূল অভুক্ত মানুষ ও হোমিও চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে স্বল্প পরিসরে হলেও সহায়তা করে চলেছেন। অনুসন্ধান করে করে নিজে, তার সহধর্মিণী, সন্তানদ্বয় ও সাংবাদিকদেরকে নিয়ে প্রাপ্য ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে চলেছেন।
যারা লোক লজ্জায় কারো কাছে হাত পাততে পারেন না, তাঁদের ঘরে গিয়ে প্রতিদিন স্বল্প হলেও গোপনে নগদ টাকা, খাদ্য এবং খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে চলেছে ডাঃ কামরুল ইসলাম মনা।
তিনি জানান, খাদ্য সামগ্রী ছাড়াও প্রায় ৫শতাধিক দোকানের সামনে সামাজিক দুরত্ব বজায় রাখতে মার্কিং এঁকেছেন নিজে দলবল নিয়ে। চিকিৎসক এবং সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে চিকিৎসক এবং সাংবাদিকদের মাঝে পিপিই ও প্রদান করেছেন।
দল ছাড়াও যে মানুষের পাশে দাঁড়ানো যায় ডাঃ কামরুল ইসলাম মনা তার জলন্ত উদাহরণ।
টাকা আছে কি নাই সেটা বড় কথা নয়। ডাঃ মনা কতটুকু মানবিক, মনার সহায়তার মন আছে নাকি তা সবার জানা। করোনার এই মহামারীতে জীবন বাজি রেখে ডাঃ মনা আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
দেশব্যাপী চিকিৎসা সেবা এবং দরিদ্র চিকিৎসক দের মাঝেও প্রত্যক্ষ পরোক্ষভাবে তার প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সদস্য দের মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে নিয়মিত সীমিত পরিসরে দাঁড়িয়ে চলেছেন কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলার কৃতী সন্তান ডাঃ কামরুল ইসলাম মনা। গ্রুপ ভাগ করে নিয়মিত অভুক্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
যারা সমাজে অন্যের কাছে হাত পাততে পারে না, সেই মানুষগুলোর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে দিতে ডাঃ মনার সাথে নিরলসভাবে শ্রম দিয়ে চলেছে তার সহধর্মিণী ডাঃ শামীমা ইয়াসমিন ও সন্তানদ্বয়।
মানুষগুলোর আত্নমর্যাদা অক্ষুন্ন রাখতে অনেকটা গোপনে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে ফলে ত্রাণ গ্রহীতাদের কোন ছবি তোলা হয়নি।
ডাঃ কামরুল ইসলাম মনা প্রতিদিন রোগী দেখার উপার্জন হতে সিংহভাগই আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইতিমধ্যে প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ইফতারও আয়োজন করেছেন তিনি।
নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্য সবার প্রতি আহবান জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা।