আপডেট: মে ৭, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা গত বুধবার রাত ১১ টায় দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর বনতারা এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে চোরাপথে আনা ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটকসহ ৪৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। শহিদুল ইসলাম বনতারা (গংগা প্রসাদ) এলাকার হাসান আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৪(গ) এর ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন। #