আপডেট: মে ৭, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরে ত্রাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্রন্ট।
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্্রন্টের মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, বাসদ (খালেকুজ্জামান) নেতা কিবরিয়া ও বাসদ (মাহাবুব) নেতা হারুন অর রশীদ প্রমুখ। মানববন্ধনে গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্্রন্টের জেলা ও উপজেলার বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।