২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সিপিবি’র খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সকাল ১১ টায় উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘অস্বচ্ছল জনগোষ্ঠী মাঝে অবিচল খাদ্য সহায়তা’ কর্মসূচির আওতায় বাবুর্চি ইউনিয়ন ও ডেকোরেটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার গড় ইসলামপুর জোলাপাড়াস্থ আফতাবুন্নেছা মাল্টিমিডিয়া স্কুল চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে বাবুর্চি ইউনিয়ন ও ডেকোরেটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড এসএম নুরুজ্জামান জামান, সদস্য কমরেড গোলাম কিবরিয়া, বিপ্লব দাস টুংকু, মতিয়ার রহমান, আনিসুর রহমান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।

সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড এসএম নুরুজ্জামান জামান বলেন, বিত্তবানদের বিভিন্ন অনুষ্ঠানে যারা মুখরোচক খাদ্য তৈরি ও সাজসজ্জার কাজ করে থাকেন বৈশ্বিক করোনার মহামারীতে তারাই আজ খাদ্য অভাবে দিন পার করছেন। তাদের কথা ভেবেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘অস্বচ্ছল জনগোষ্ঠী মাঝে অবিচল খাদ্য সহায়তা’ কর্মসূচির আওতায় এই প্রয়াস। তিনি আরো বলেন, সিপিবি’র এ কর্মসূচি অব্যাহত থাকবে। #

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network