২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

কবি আলাউদ্দীন আল আজাদের জন্ম দিন আজ

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

হারুনুর রশিদ, নরসিংদী থেকে থেকে :  খ্যাতিমান ঔপন্যাসি,প্রাবন্ধিক, নাট্যকার, গবেষক ও  অধ্যাপক   কবি আলাউদ্দিন আল আজাদের জন্মদিন আজ।

১৯৩২ খ্রিস্টাব্দের ৬ মে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার  (রামনগর)বীর শ্রেষ্ঠ মতিউর নগর  গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : গাজী আব্দুস সোবহান, মাতা : মোসাম্মাৎ আমেনা খাতুন,স্ত্রী : জামিলা আজাদ। শিক্ষা জীবনে রায়পুরায়   নারায়ণপুর শরাফতউল্লাহ বিদ্যালয়ে (১৯৪৭) উচ্চ মাধ্যমিক।  ইন্টারমিডিয়েট কলেজ (১৯৪৯) তিনি ১৯৫২এর ভাষা আন্দোলনে একজন সক্রিয় ভূমিকা রাখেন।    ১৯৫৩ ও ১৯৫৪ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সরকারি কলেজের অধ্যাপনা পেশায় যুক্ত হন। তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ (১৯৫৫), ঢাকা জগন্নাথ কলেজ (১৯৫৬-৬১), সিলেট এমসি কলেজ (১৯৬২-৬৮) এবং চট্টগ্রাম সরকারি কলেজ (১৯৬৪-৬৭)-এ অধ্যাপনা করেন। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এক বছর (১৯৭৪-৭৫) এবং পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।তার প্রথম উপন্যাস “তেইশা নম্বর তেলচিএ” ১৯৬০ সালে রচিত হয়। তার রচনায় সংগ্রামী  মনোভাব ছিল অন্যতম বৈশিষ্ট।  পেশাগত জীবনে মস্কোর বাংলাদেশ দূতাবাসে সংস্কৃতি উপদেষ্টা, শিক্ষা সচিব, সংস্কৃতিবিষয়ক বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়েও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭০ খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঈশ্বরগুপ্তের জীবন ও কবিতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৯ এর ৩রা জুলাই শুক্রবার রাতে ঢাকার উত্তরায় নিজ বাসভবন রত্নদ্বীপে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network