আপডেট: মে ৪, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : নির্দিষ্ট সময় পর্যন্ত সকল দোকানপাট খোলারাখার দাবিতে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ঘেরাও করে দিনাজপুরের বিরল বাজার বনিক সমিতি।
উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া বনিক সমিতির নেতাদের অভিযোগ, সামান্য সময়ের জন্য দোকানপাট খোলা রাখলেই যখন-তখন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ব্যবসায়ীদের অর্থদন্ড করা হচ্ছে। বর্তমান অস্থায় সকলেই আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে। সামান্যতম হলেও এই সংকট মেটানোর জন্যই ব্যবসায়ীরা সামান্যতম সময়ের জন্য পৌর শহরের দোকানপাট খুলে বেচাকেনা করে কিছু আয় রোজগার করছেন। যখন-তখন ভ্রাম্যমান আদালত পরিচালনা বন্ধসহ নির্দিষ্ট সময় পযন্ত দোকানপাট খোলা রাখার দাবীতে এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।
পরে থানা পুলিশ এসে ঘোরাও কর্মসূচিতে অংশ নেওয়া দোকানদারদের শান্ত করে। পরে সাত সদস্যের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সাথে আলোচনায় মিলিত হন।
আলোচনা শেষে সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, দীর্ঘ সময় অব্যাহতভাবে দোকান বন্ধ থাকায় কর্মচারীদের বেতন দেয়া কষ্টকর হয়ে পরেছে।
সমিতির সভাপতি মাও. মো. আইয়ুব আলী জানান, প্রশাসনের সাথে লুকোচুরি না করে দিনের একটি নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার দাবি জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান বলেন, জেলা প্রশাসক ঘোষিত নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে দোকানদার নেতৃবৃন্দকে জানিয়ে দেওয়া হয়েছে। #