আপডেট: মে ৪, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সোমবার সকালে উল্লাপাড়ার বেতবাড়ী মাওলানা খোদাবক্স তাহফিজুল কোরআন মাদ্রাসা চত্বরে অর্ধশতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বেতবাড়ী আমরা ক’জন বন্ধু সংস্থা এ খাদ্যসামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বেতবাড়ী গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ দুরুল হুদা, হাজী জয়নাল আবেদীন, ছাইদার প্রামানিক, আশরোফ প্রামানিক, নাজমুল হাসান, সংস্থার সদস্য আনিসুর রহমান, আসলাম হোসেন, শফিকুল ইসলাম, খন্দকার বাবলু, জুয়েল রানা, মনিরুল ইসলাম মুন্টু প্রমুখ। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু,লবন।
সংস্থার সদস্য আনিসুর রহমান, আসলাম হোসেন ও শফিকুল ইসলাম জানান, মহামারী করোনা ভাইরাসের কারনে দিন এনে দিন খাওয়া মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছে। সেইদিক বিবেচনা করে ‘আমরা ক’জন বন্ধু সংস্থার’ সদস্যরা উদ্যোগ নিয়ে এলাকার দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এ সামগ্রী বিতরন করা হয়। সদ্যসরা আরো জানান, ঈদুল ফিতরের আগে তারা আবারও দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করবেন।