আপডেট: মে ২, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক, ফুলবাড়ী (দিনাজপুর) : “ঘরে থাকুন-সুস্থ থাকুন”-এই শ্লোগানকে সামনে থেকে করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র শ্রমিক সদস্য পরিবারের মাঝে নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (২৪৫) সাবেক যুগ্ম সম্পাদক ও বোচাগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম মানিক।
এরই অংশ হিসেবে ২ মে শনিবার খানসামা উপজেলার পাকেরহাট, চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর, কাহারোলের দশমাইল মোড়, সদরের ট্রাক টার্মিনাল, বটতলী ও সুইহারী-মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মোট ৭৬০ জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।