৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

উল্লাপাড়ায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের মামলা

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়া মডেল থানায় ইউসুফ আলী নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছেন স্ত্রী নাসিমা খাতুন রিয়া। নাসিমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে। স্বামী ইউসুফ আলী উল্লাপাড়া উপজেলার দত্ত খারুয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত আছেন। শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন উক্ত মামলায় বর্ণিত অভিযোগের উদ্বৃত্তি দিয়ে জানান, গত ২৬ এপ্রিল ইউসুফ আলী তার স্বজনদের সঙ্গে নিয়ে যৌতুকের দাবিতে তার স্ত্রী নাসিমা খাতুনকে কাঠের বাঠাম দিয়ে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হন নাসিমা।

উপ-পরিদর্শক আরো জানান, ইতোপূর্বেও ইউসুফ আলী যৌতুকের দাবিতে তার স্ত্রীকে অনেকবার নির্যাতন করেছেন। বছর দু’য়েক আগে একই অভিযোগে নাসিমা খাতুন তার স্বামী ইউসুফ আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইন আদালতে মামলা দায়ের করেছিলেন। কিন্তু উভয় পরিবারের সম্মতিতে পরবর্তীতে আর কখনও স্ত্রীর উপর স্বামী নির্যাতন করবে না এই শর্তে নিজেদের মধ্যে তারা মামলাটি আপোষ মিমাংসা করে নেন। এরপরেও নাসিমা খাতুনের উপর তার স্বামী ও স্বজনরা একই দাবিতে মাঝে মাঝেই নির্যাতন করে আসছিলেন। তাই নিরুপায় হয়ে দ্বিতীয় দফায় নাসিমা উল্লাপাড়া থানায় এই মামলা দায়ের করছেন বলে উল্লেখ করেন। তাদের ঘরে একটি ৯ বছরের শিশু সন্তান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, নাসিমা খাতুনের মামলায় ইউসুফের তিন ভাই ও এক প্রতিবেশী চাচাকেও আসামী করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ সত্য প্রমানিত হলে ইউসুফ আলীসহ আসামীদেরকে আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network