আপডেট: এপ্রিল ২৭, ২০২০
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘মুজিব বর্ষের উদ্দীপক, আনসার ভিডিপি আছে সারাক্ষণ’ শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে গতকাল সোমবার ৩শত দুস্থ ভিডিপি সদস্য মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ ইকরামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস অফিস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমান, ইউআই নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক।