আপডেট: এপ্রিল ২৪, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক ,টাঙ্গাইল :টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরনের হাত থেকে ত্রান নিয়ে মহাখুশি প্রতিবন্ধী বিপ্লব ও তার ভাই কাওসার। মহামারী করোনার কারনে কর্মহীন হয়ে পড়া সাত সদস্যের পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ক্লিন টাঙ্গাইলের ত্রান নিয়ে প্রতিবন্ধী ভাই বিপ্লবকে হুইল চেয়ারে করে বাড়ি ফেরার পথে নেক্সটনিউজের কাছে কাওসার হোসেন আকুতি জানায়, “মেয়র মিরন কাক্কুকে বইলেন, আমগো জানি আরেকটু সাহায্য করে। “
বিপ্লব মিয়া।বয়স আঠার।প্রতিবন্ধী হয়েই জন্মেছে সে।পাঁচ ভাইয়ের মধো সবার বড় বিপ্লব পরিবারের জন্য বোঝা হলেও পরিবারের সদস্যরা তাকে নিয়ে অসন্তুষ্ট নন।পিতা মো.মনির হোসেন রিক্সা চালান।মা বকুল বেগম কাজের ভুয়ার কাজ করেন।ছাত্রদের ম্যাচে রান্নার কাজ করে পরিবারকে সহযোগীতা করেন তিনি।বিপ্লবের ছোট ভাই কাওছার হোসেনের বয়স ১৩ বছর।সে তার চাচা মোশারফের সাথে ঢাকার বরবোতে টেক্সটাইল মিলে চাকরি করে।নাসির উদ্দিন (১০) জেলার ঘাটাইল উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।পাঁচ বছর বয়সী আলামীনকে এখনো স্কুলে ভর্তি করাতে পারেনি পরিবার।সবার ছোট হাসানের বয়স তিন বছর। বিপ্লবের পরিবার থাকে টাঙ্গাইল পৌর শহরের আদি টাঙ্গাইলের মাঝি পাড়া।ঐ পাড়ার ইলিয়াস নেতার বাসায় ভাড়া থাকে তারা।
