১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : চাঁদপুরের অর্ধশত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার থেকে পবিত্র রোজা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। এই উপলক্ষে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের লক্ষাধিক অনুসারী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে এই মতের অনুসারী ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদের প্রধান মাওলানা আকরাম হোসেন জানান, আরবি রীতি অনুযায়ী হানাফি মাজহাবের অনুসারীরা ৩০ শাবান শেষ হওয়ার পর পবিত্র রোজা পালন করবেন। এটাই নিয়ম। সেই মোতাবেক গত ১০০ বছর ধরে আমরা এই নিয়ম পালন করছি।

এটি মূলত চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)। সেই থেকে আজ পর্যন্ত চাঁদপুরের কয়েকটি উপজেলার ৫০টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ পবিত্র রোজা এবং দুটি ঈদ পালন করছেন।

মাওলানা আকরাম হোসেন আরো জানান, গতকাল বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর তারাবি আদায় করে। পরে আজ শুক্রবার ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।

একই মতের অনুসারী আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান, আমাদের পূর্ব পুরুষদের আমল থেকেই সবাই সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) এর পথ ধরে ভাবগাম্ভীর্যের সঙ্গে ধর্মীয় উৎসবগুলো পালন করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network