২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

টাঙ্গাইলে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও অঞ্জন কুমার সরকার

আপডেট: এপ্রিল ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষ ও মেধাবী নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। তিনি ইতিমধ্যে ঘাটাইলে উপজেলায় তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। ইউ এন ও অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে মহামারি করোনা প্রতিরোধে লড়াই শুরু করেছেন ঘাটাইলের মানুষ। তিনি অসহায়- নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়েছেন। এ মূহুর্তে যারা কর্মহীন হয়ে খাদ্যের অভাবে দিনাতিপাত করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সরবরাহ করে চলেছেন।তিনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে টাঙ্গাইলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
করোনাভাইরাস প্রতিরোধের জন্য মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হলে বিপাকে পড়ে দিনমজুর, রিকশাচালক, পরিবহন খাতে জড়িত বহু মানুষ।
ঘাটাইল উপজেলার রতন বরিষ গ্রামের মানুষের এমন অবস্থার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল মামুন উপজেলা নির্বাহীকে অফিসারকে ফোন দিয়ে জানালে একেবারেই বিপাকে পড়া পাঁচটি পরিবারের মাঝে তিনি জরুরী ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেন।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন আমরা গত ২৮ মার্চ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেওয়া শুরু করেছি। আমাদের দুইটি হটলাইন নাম্বার সবসময় চালু আছে। কেউ না খেয়ে আছে এমন খবর পেলেই আমরা তার বাসায় ছুটেঁ যাচ্ছি। আমাদের আট জন মোটরসাইকেল আরোহী আছে তারা দুর্গম জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছে।
বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার থেকে মানুষকে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি ত্রানের জন্য লাইনে দাঁড়ায় তাহলে কেমন হয়। আমরা এভাবে অন্তত ১২৫০ টি বাড়িতে ত্রান পৌঁছে দিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তাই আমরা মানুষের দরজায় দরজায় যাওয়ার চেষ্টা করেছি। ত্রাণ পেয়ে খুশি আজহার আলী বলেন ইউনিয়ন পরিষদে পাঁচ কেজি ময়দার জন্য তিনবার গিয়ে ফিরে এসেছি। এবার প্রথম কোন সরকারি সহযোগিতা পেলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network