১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত আরও ৫ জন

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল :  টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাতজনের করোনা শনাক্ত হলো। নতুন আক্রান্তের মধ্যে ভূঞাপুরে তিনজন, মধুপুরে একজন এবং নাগরপুরের একজন রয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।

তিনি আরও জানান, ওই ব্যক্তির করোনার উপসর্গ দেখা দেয়ার পর থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছে। এখন পরিধি বাড়ানো হবে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার (১১ এপ্রিল) ৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজেনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। ওই এলাকা লকডাউন করা হয়েছে।

এর আগে জেলার মির্জাপুর ও ঘাটাইলে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ কারণে ওই দুটি এলাকার ১৫০টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network