নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে সভাপতি ও অধ্যক্ষ নূর হোসেনকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৪ নভেম্বর ঢাকাস্থ সেগুন বাগিচা হাইস্কুলে এক সাধারণ সভার মধ্যদিয়ে এ কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির সাধারন সম্পাদক মোনতাজ উদ্দিন মর্তুজার সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যান ট্র্যাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সাধারন সভায় জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে প্রধান অতিথি হিসেবে মনোনীত করা হয়।