২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

কালিহাতীতে প্রবাসী যুবক খুন: গৃহবধু আটক

আপডেট: আগস্ট ১৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়ার জেরে সৌদী প্রবাসী এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা নয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে মোশারফ মিয়া (২৫)। এ ঘটনায় জড়িত একই গ্রামের সৌদী প্রবাসী ইসমাঈল হোসেনের স্ত্রী নাছিমা (৩৫) কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কালিহাতী থানা পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনদের থেকে জানা যায়, গত ৪ আগস্ট রবিবার বিকালে কদমতলী গরুর হাট থেকে ফেরার পর রাত ৯ টা থেকে নিখোঁজ হন মোশারফ মিয়া। পরদিন ঘাটাইল থানায় নিখোঁজ জিডি করে পরিবার। জিডি ও কললিস্ট সূত্র ধরে প্রতিবেশী সৌদী প্রবাসী ইসমাঈল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের মৃত মেছের আলী মন্ডলের মেয়ে নাছিমা (৩৫) কে ১৬ আগস্ট রাতে আটক করে ঘাটাইল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকীয়ার কথা স্বীকারপূর্বক ৪ আগস্ট রবিবার মোশারফের সাথে দেখা ও ভাই আকতারের পরিকল্পনায়, সহায়তায় খুন হওয়ার বিষয়ে স্বীকার করেন নাছিমা। নিহত মোশারফের মোবাইল ফোনের শেষ লোকেশন কালিহাতী উপজেলার বীরবাসিন্দা হওয়ায় ও খুন করে একই গ্রামের গজারিয়া বিলে লাশ বাঁশের সাথে বেঁধে ডুবিয়ে রাখে।
মামলার বাদী ও নিহতের ছোট ভাই সজীব অতিদ্রæত নিহতের লাশ উদ্ধারপূর্বক পরিবারের নিকট হস্তান্তর ও সকল আসামীদের গ্রেপ্তারের দাবি করার পাশপাশি নিহত মোশারফ নাছিমার নিকট পাওনা টাকার চাপের জেরে এ হত্যাকান্ড বলে দাবী করেন। নাছিমাকে মোশারফ কেন টাকা দেবেন (?) সম্পর্কের কারণে কিনা এমন প্রশ্নের কোন উত্তর দেননি সজীব।
ঘাটাইল থানা পুলিশের সহকারি পরিদর্শক শাহিন এ বিষয়ে বলেন, গত ৪ আগস্ট রবিবার রাত ৯ টা থেকে নিখোঁজ হন মোশারফ মিয়া। পরদিন ঘাটাইল থানার জিডি নং ২২৬ তারিখ- ৫.৮.১৯ মোতাবেক কললিস্ট সূত্রে প্রতিবেশী সৌদী প্রবাসী ইসমাঈল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের মৃত মেছের আলী মন্ডলের মেয়ে নাছিমা (৩৫) কে আটক করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪ আগস্ট রবিবার মোশারফের সাথে দেখা, নিখোঁজ ও খুন হওয়ার বিষয়ে স্বীকার করেন নাছিমা। মোশারফের মোবাইল ফোনের শেষ লোকেশন কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও একই গ্রামের গজারিয়া বিলে খুন হওয়ায় এসপি স্যাঁরের নির্দেশ ও পরামর্শক্রমে কালিহাতী থানায় মামলা হয় ও আটককৃত গৃহবধুকে কালিহাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কালিহাতী থানার অফিসার ইন-চার্জ হাসান-আল-মামুন এ বিষয়ে বলেন, এসপি স্যাঁরের নির্দেশ ও পরামর্শক্রমে কালিহাতী থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই সজীব। মামলা নং-১৪ তারিখ- ১৭.৮.১৯ ইং ও আটককৃত গৃহবধু নাছিমাকে কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী আটককৃত গৃহবধুর ভাই আকতারকে আটক ও গজারিয়া বিলে লাশ উদ্ধারে জোরালো প্রচেষ্টা অব্যাহত আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network