৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

তামিমের পর সৌম্য সরকার দুই ওপেনারের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার করা অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য।

ইনিংস বড় করতে পারলেন না তামিম

ভারতের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দশম ওভারেই তামিমের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে দশম ওভারে দলীয় ৩৯ রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৩১ বল থেকে ২২ রান করেন তামিম।

৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ভারতের দেয়া ৩১৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ব্যাটসম্যানরা। তবে, শুরু থেকে ভারতের ব্যাটসম্যানদের রান তোলার গতি দেখে মনে হচ্ছিল ৪০০ রানের পাহাড়সম লক্ষ্য পাবে টাইগাররা। কিন্তু, মুস্তাফিজের বিশ্বকাপের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩১৪ রানেই থেমে যায় ভারতীয়দের ইনিংস।

মুস্তাফিজ তার বিশ্বকাপের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। ভারতের বিপক্ষে এটি মুস্তাফিজের তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার। মুস্তাফিজের পাঁচ উইকেট শিকার করার মধ্যে দিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার রোহিত শর্মা। ৯২ বল থেকে ১০৪ রানের অসাধারণ একটি ইনিংস। তবে, ৯ রানেই শেষ হয়ে যেতে পারত রোহিতের ইনিংস। তামিম ইকবাল ক্যাচ মিস করায় জীবন পেয়ে বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। দলের আরেক ওপেনার লোকেশ রাহুলও হাফ সেঞ্চুরি করার পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু রুবেলের বলে ৭৭ রানে আউট হন। এছাড়া দলের রিশাব পান্ত ৪১ বলে ৪৮ রান এবং মহেন্দ্র সিং ধোনি ৩৩ বলে ৩৫ রান করেন। আর ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি মাত্র ২৬ রানেই সাজঘরে ফেরেন।

আজকের ম্যাচে মুস্তাফিজ পাঁচ উইকেট এবং সাকিব, রুবেল ও সৌম্য একটি করে উইকেট শিকার করেন।

এদিকে, ইনজুরির কারণে আজ দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বদলে দলে ফিরেছেন সাব্বির রহমান। আর মিরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।

বিশ্বকাপে এ নিয়ে মোট তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এ তিন ম্যাচের দু’টিতে জয় পেয়েছে ভারত। আর ২০০৭ সালের বিশ্বকাপে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ভারত।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network