৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

রিফাত হত্যা মামলার আসামি সাইমুন ও রকিবুল গ্রেপ্তার

আপডেট: জুন ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বরগুনায় রিফাত হত্যা মামলার আসামি সাইমুন ও রকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে, রিফাত হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়ে বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার না করা হলে, বরগুনাকে অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

রিফাত শরীফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। তিনদিনেও মূল আসামিরা ধরা না পড়ায় ক্ষোভ জানান স্থানীয়রা।

অবিলম্বে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে রিফাত হত্যার প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিপীড়নবিরোধী নারী মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এসময় বক্তারা অভিযোগ করেন, দিন দিন সন্ত্রাসী আর খুনিদের কাছে জিম্মি হয়ে পড়ছে দেশের মানুষ।

মানববন্ধন হয়েছে দিনাজপুরেও। প্রেসক্লাবের সামনে ‘সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’ এই কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রিফাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এছাড়া সাতক্ষীরাসহ কয়েকটি জেলাতেও পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network