৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে সমবায় দিবস পালিত

আপডেট: নভেম্বর ২, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক (টাঙ্গাইল): “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা ।
শনিবার(২ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। তারপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার আখিনুর ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভীন,ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, শাপলা সমিতির সভাপতি আবু সাঈদ, নুরুল ইসলাম, আলফাজসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network