আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী সাধারণ পাঠাগারের কার্যনির্বাহী কমিটির(২০২৪-২০২৬) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের কার্যালয়ে ২১ সেপ্টেম্বর স্থানীয় ইউএনও ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সঞ্চালক ছিলেন পাঠাগারের নবনির্বাচিত সম্পাদক মোঃ মজনু মিয়া।সভায় গত সভার সিদ্ধান্ত পাঠ করেন সহকারী সম্পাদক মোঃ হামিদুল ইসলাম। উপস্থিত সকল সদস্য সিদ্ধান্তসমুহ অনুমোদন করেন। সভায় অধ্যাপক বাদল মাহমুদকে আহ্বায়ক করে কুইজ প্রতিযোগিতার সাব কমিটি গঠন করা হয়। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন সম্পাদক মোঃ মজনু মিয়া। বাজেটে আয় দেখানো হয়েছে ৭,৭৬,৫০০(সাত লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচ শত)টাকা।ব্যয় দেখানো হয়েছে ৭,৯৯,৫০০(সাত লক্ষ নিরানব্বই হাজার পাঁচ শত)টাকা। বাজেটসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন পাঠাগারের নির্বাচিত সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ,কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, সাবেক সম্পাদক জহুরুল হক বুলবুল , দাতা সদস্য মোঃ ইস্কান্দার মীর্জা,এডভোকেট খ. খালিদ হোসেন , মোঃ জিল্লুর রহমান,কালিহাতী আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,আজীবন সদস্য মোঃ কামাল হোসেন ভূঞা ,এ কে এম আতিকুর রহমান ফরিদ, গোবিন্দ চন্দ্র সাহা, অনামিকা খন্দকার, হাসিনা ফেরদৌসী,মোঃ শহীদুর রশিদ শহীদ, মোঃ লুৎফর রহমান লেলিন প্রমুখ। আলোচনা শেষে ২০২৪-২০২৫ সালের আয়-ব্যয়ের বাজেট অনুমোদন করা হয়। সভায় বই মেলা নিয়েও সবিস্তারে আলোচনা করা হয়। বক্তারা কালিহাতী সাধারণ পাঠাগারকে দেশের সেরা পাঠাগার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ইউএনও শাহাদাত হুসেইন বলেন,” কালিহাতী সাধারণ পাঠাগার একটি সার্বজনীন প্রতিষ্ঠান। মেধা ও মননশীলতার বিকাশে সবাইকে পাঠাগারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান।”