১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পেলেন রাজিয়া সুলতানা

আপডেট: নভেম্বর ২৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর রাজিয়া সুলতানা।গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন “বিশ্বভরা প্রান” এর পঞ্চম জাতীয় সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।রাজধানী ঢাকার পিটিআইতে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বভরা প্রানের আন্তর্জাতিক কমিটির সভাপতি জাহান বশিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সজল, গাজিপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ঢাকা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো: কামরুজ্জামান,বিশ্বভরা প্রানের বাংলাদেশ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আব্দুর রহিম
প্রমুখ।

 

মেধাবী সাংস্কৃতিক কর্মী  রাজিয়া সুলতানা ঘাটাইল উপজেলার বীরাচারী গ্রামের কৃতি সন্তান।তাঁর বাবার নাম মৃত রিয়াজ উদ্দিন আহমেদ,মাতার নাম নূর জাহান বেগম। রাজিয়া বিশ্বভরা প্রানের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি। তিনি অত্যন্ত দক্ষতার সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবতার সেবা করে যাচ্ছেন। উক্ত সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের আটটি দেশের তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ গ্রহন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network