আপডেট: জুলাই ১৮, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের সহধর্মিণী সেলিনা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেলিনা স্মৃতি পাঠাগারের আয়োজনে গত ১৮ জুলাই ঘাটাইলের লোকেরপাড়া গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল।প্রধান অতিথি হিসেবে সেলিনা বেগমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন বিশিষ্ট কথা সাহিত্যিক কবি রাশেদ রহমান । আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যক্ষ কবি আযাদ কামাল, দৈনিক যুগধারা সম্পাদক সরকার হাবিব,কবি সাইফুল ইসলাম, কবি রহমান শিবলু, কবি বিষ্ণু প্রিয় দীপ, সাংবাদিক মোমিন, আলীগ নেতা আনিছুর রহমান ঠান্ডু, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী ভূঞা,সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, সাংবাদিক শফিউর রহমান তালুকদার,সাবেক ইউপি সদস্য মো.লাল মিঞা,মো.ফজল মিয়া প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেলিনা বেগমের স্বামী ও সেলিনা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন বকুল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি নেক্সটনিউজের সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা সভার পূর্বে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন যুগিহাটী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহির উদ্দিন তালুকদার।