আপডেট: এপ্রিল ৮, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এমদাদ আলী খানের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌর মেয়র রহিম আহমেদ, আলহাজ এমদাদ আলী খানের ছেলে খালেকুজ্জামান খান লাবু, টাঙ্গাইল জেলা রোভারের কমিশনার জামাল হোসেন, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ খান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজটির নাম পরিবর্তন করায় আলহাজ এমদাদ আলী খানের ছেলে খালেকুজ্জামান খান লাবু তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে বাসাইলের বিশিষ্ট দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান অবহেলিত বাসাইল উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি ও উচ্চ শিক্ষার জন্য তাঁর নিজ ও স্ত্রীর নামে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এই দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ২০১৯ সালে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজটির নাম পরিবর্তন করে বাসাইল ডিগ্রী কলেজ রাখা হয়।