আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২২
মনিরুজ্জামান মতিন : ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরৎ -পূনরেকত্রীকরন বিষয়ক কর্মশালায় সুবিধা অসুবিধা নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ওয়াইজ ব্র্যাক টাঙ্গাইলের সমন্বয়কারী সরকার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম। মূলপ্রবন্ধ উপস্থাপনায় ছিলেন,রাইন্টিগ্রেশন সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক মো আঃ রাজ্জাক ও উপস্থাপনায় ডিস্ট্রিক্ট কো অডিনেটর ছিলেন মো শামসুজ্জামান।
বক্তব্য রাখেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম হেড মোহা শরিফুল ইসলাম, মাঠ কর্মী শাহীনা আক্তার, অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারী, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরৎ অভিবাসী ও তাদের পরিবারে সদস্যগন অংশ নেন।।