আপডেট: ডিসেম্বর ২, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী :কেন্দ্রীয় সাধুসংঘের আয়োজনে দেশব্যাপী মহাত্মা লালন সাইজির গান নিয়ে প্রতিযোগিতার আয়োজিত কমিটির আহবায়ক লিজু বাউলার সভাপতিত্বে আল কামাল রতন মাষ্টারের পরিচালনায় প্রস্তুতি সভা গত মঙ্গলবার সন্ধ্যায় সাধুর ধামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, উজ্জ্বল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল রূপালী ইউটিউবের মালিক ইকবাল হোসেন, বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, এ্যাড. পল্টন দত্ত।
অন্যানের মধ্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, আহবায়ক রাঙ্গা সিদ্দিকী, সদস্য সচিব বাদশা মিয়া, সাবেক সভাপতি বাবু হরিমোহন পাল ও সম্পাদক রেজাউল করিম তাং, শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক হাবিবুর রহমান ও তারেক আহমেদ, মধুপুর কলেজের অধ্যাপক আবু মোহাম্মদ কাওছার হোসেন, সাধু বিজন ভট্টাচার্য, সাধু ডাঃ আব্দুল মজিদ, সাধু স্রীদাম ভৌমিক,সাধুসংঘ পাঠাগারের যুগ্ম আহ্বায়ক আবুবকর সিদ্দিকী, শিল্পী খোকন, লালন সিদ্দিকী, বনস্পতির মজুমদার প্রমুখ।
আলোকিত অতিথি এরশাদ হাসান বলেন, ফকির লালন শাহকে একজন বাউল সম্রাট হিসাবে জানি। তিনি বড় মাপের সাধক ছিলেন। তিনি আধ্যাত্ত্বিক তাপস। লালন গানে জ্ঞান অর্জন হয় । শেষে সাধু সেবার আয়োজন করে সাধুর ধাম কমিটি।