১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

আপডেট: নভেম্বর ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল- ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। এরা তিনজন ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া বলেন, ‘ওই তিন স্কুলছাত্র একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় তাদের মোটরসাইকেলটি অভার স্পীডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গেছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network