৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

কালিহাতীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউপি-হাতিয়া এনএইচ ভায়া হাতিয়া বাজার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ৯৭০ মিটার পর্যন্ত হাতিয়া বাজার থেকে ওই সড়ক উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামানিক, সহ- দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাবুল বোষ ও কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সহ-সভাপতি আব্দুল আজিজ, ঠিকাদার সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভাটি দশকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network