১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় মিম

আপডেট: জুন ২৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা :   সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে পুুনরায় আলোচনার জন্ম দিলেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। আর এ স্ট্যাটাসে এক পরিচালককে তুই-তোকারি সম্বোধন করে তার বিরুদ্ধে অশোভন প্রস্তাবের অভিযোগ করেন এই অভিনেত্রী। তারপর থেকে মিমের স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

এই অভিনেত্রীর অভিযোগ, মিটিংয়ের নামে তাকে হুইস্কি খাওয়ারও প্রস্তাব দিয়েছিল ওই পরিচালক। যদিও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি।

শুক্রবার (২৫ জুন) দেওয়া স্ট্যাটাসে মিম লেখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘ভাই, তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত….করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব….ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

বিষয়টি নিয়ে মিমের সঙ্গে যোগাযোগ করে পরিচালকের নাম জানতে চাইলে তিনি আপাতত নাম প্রকাশ করতে চান না বলে জানান। তবে তিনি আশা করেন যতটুকু বলেছেন তাতেই হয়তো তাদের শিক্ষা হবে।

পরে আরেক স্ট্যাটাসে মারিয়া মিম লিখেছেন, ‘এখানে সবসময় রাজনীতির শিকার হতে হয়, যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সবসময়।’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিককে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি না থাকায় ঝামেলা বাধে দুজনের। কিন্তু ২০১৯ সালে বাড়তে থাকে মিম-সিদ্দিকের দূরত্ব, আলাদা হয়ে যান তারা। ডিভোর্সের পর ছেলে আরশকে নিয়ে আলাদা থাকছেন মিম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network