৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের অভিযানে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) র‌্যাব-১৩, সিপিসি-২ ক্যাম্পের একটি অভিযানিক দল বিকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার ০২নং চাড়োল ইউনিয়নের ০১নং ওয়ার্ডের লাহিড়ীহাট এর ০২নং চাড়োল ইউনিয়ন পরিষদ ভবনের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে  ৪৬৫  পিস ইয়াবা ট্যাবলেট  ও মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলীমুল আলী (২৫) কে গ্রেফতার করে র‌্যাব। জানা যায়, মাদক ব্যবসায়ী মোঃ আলীমুল আলী (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার সৌলা দোগাছি গ্রামের আলাউদ্দীন এর ছেলে। র‌্যাব-১৩, সিপিসি-২এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান বলেন, আসামী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি আলীমুল আলী মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তীতে আলীমুলের নামে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network