আপডেট: আগস্ট ৮, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ শনিবার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এসময় ইউএনও তার বক্তব্যে বর্তমান সরকারের চলমান নানামুখি উন্নয়ন কর্মকান্ড তরান্বিত এবং করোনা ভাইরাস সংক্রমন সম্পর্কে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি উল্লাপাড়ায় আগামী দিনগুলোতে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নানা অনুষ্ঠান আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে উল্লাপাড়াকে আরো এগিয়ে নিতে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, মোঃ নজরুল ইসলাম, সাহারুল হক সাচ্চু, রেজাউল করিম বাচ্চু, মোঃ সাহেব আলী, রাজু আহমেদ সাহান, আল মাহমুদ, জুবাইদ বিন রহমান শিমুল, আবু বকর সিদ্দিক বাবু, রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
নেক্সটনিউজ/জেআলম