৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

সুন্দরগঞ্জে নতুন করে ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৫ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ৫ পুলিশ সদস্য করোনা পজেটিভ হওয়ায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করা হয়েছে।

এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়ালো ২১ জনে। এ পর্যন্ত উপজেলায় পর্যায়ক্রমে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরমধ্যে পৌর এলাকায় রয়েছেন ২১ জন। উপজেলায় চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ায় ২৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একজন মারা গেছে। বাকী ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network