৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

উল্লাপাড়ায় ছাগলের পাতা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

আপডেট: জুলাই ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ার খাদুলী গ্রামে শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে দুইপক্ষের সংর্ঘষে ফজল ফকির (৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হোন। তিনি এই গ্রামের মৃত ইউসুফ ফকিরের ছেলে।

খাদুলী গ্রামাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাগলের খাবারের জন্য গাছের পাতা কাটাকে কেন্দ্র করে গ্রামের আমজাদ হোসেনের দলের সঙ্গে ফজল ফকিরের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা সংর্ঘষে রুপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফজল ফকিরের মৃতু্ হয়। এই ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হোন। এদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network